0
বায়োগ্রাফি : শোয়েব সর্বানাম। কবি, কথাসাহিত্যিক, কলামিস্ট। প্রাতিষ্ঠানিক শিক্ষা বিজ্ঞান বিষয়ে। অপ্রাতিষ্ঠানিক শিক্ষা সাহিত্য ও দর্শনে। পেশা সাংবাদিকতা। প্রকাশিত বই- কলা ছবি আঁকে (শিশু সাহিত্য), বাংলা বই (ফিকশন), খারাপ খারাপ কবিতা (কবিতা), শাওনের বয়ানে হুমায়ূন প্রভৃতি।