0
বায়োগ্রাফি : দেবতোষ দাশ-এর জন্ম ১১ জানুয়ারি ১৯৭২। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে স্নাতোকোত্তর। রাজ্য সরকারের ভূমি ও ভূমি-সংস্কার দপ্তরে কর্মরত। প্রথম গল্প প্রকাশ ১৯৯৫ সালে "অপর" পত্রিকায়। তাঁর বিভিন্ন্য গল্প প্রকাশিত হয়েছে দেশ, রবিবাসরীয় আনন্দবাজার পত্রিকা, শারদীয়া প্রতিদিন, শিলাদিত্য, কিশোর ভারতী পত্রিকায়। লেখেন নাটকও। নান্দীকার তাঁর নাটক "বিপন্নতা" মঞ্চস্থ করে ২০১৪। নাটক "ও চাঁদ" লিখে পেয়েছেন সুন্দরম পুরস্কার। প্রকাশিত উপন্যাস: "বিষকন্যা", "বিন্দুবিসর্গ" এবং "সন্ধ্যাকর নন্দী ও সমকালীন বঙ্গসমাজ"।