0
বায়োগ্রাফি : নূরজাহান সরকার। জন্ম ১৯৩৪ সালের ১৪ জুন, সিরাজগঞ্জ জেলার চড়িয়া উজির গ্রামে। বাবা প্রয়াত মাহতাব উদ্দীন তালুকদার। মা প্রয়াত শামসুন্নাহার। সাংস্কৃতিক আবহের মধ্যে বড় হয়েছেন তিনি। শৈশব-কৈশর কেটেছে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার ও কলকাতায়। বেগম রোকেয়া প্রতিষ্ঠিত সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ছাত্রী ছিলেন এক সময়। সাম্প্রতিক দাঙ্গার ভয়াবহতা আর দেশভাগের মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে তাঁর। এই দুর্যোগের কিছুকাল আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন রিয়াজউদ্দিন সরকারের সঙ্গে। তাঁদের প্রায় ৫০ বছরের দাম্পত্যজীবনের ছেদ ঘটে ১৯৯৬ সালের ৪ এপ্রিল স্বামীর প্রয়াণে। তাঁর পাঁচ পুত্র ও তিন কন্যার সকলেই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। এরই স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে আজাদ প্রোডাক্টস-এর 'রত্নগর্ভা মা' নির্বাচিত হন তিনি। শৈশব থেকেই পাঠাভ্যাস গড়ে উঠলেও লেখালেখির ভুবনে তাঁর অভিষেক ঘটল এই গ্রন্থের মধ্য দিয়ে।