0
বায়োগ্রাফি : দেবজ্যোতি ভট্টাচার্যের জন্ম ও বড়ো হয়ে ওঠা নৈহাটিতে। কর্মসূত্রে সারা ভারতের নানান শহরে বসবাস করেছেন। উত্তরপূর্বের শিলং এ থাকাকালিন ১৯৯৫ সালে সংবাদপত্রের কলমচি হিসেবে লিখিয়ে জীবন শুরু। বাংলার প্রকাশনাজগতে পা দেন ১৯৯৬ সালে সন্দেশে লিখে। ২০০০ সালে জয়ঢাক কিশোরপত্রিকার জন্ম থেকে সম্পাদক হিসেবে কাজ করে আসছেন। ছোটো ও বড়োদের জন্য প্রকাশিত বইয়ের সংখ্যা দশ। ভ্রমণসাহিত্যে কলম সন্মান পেয়েছেন।