সুচিত্রা ভট্টাচার্য
সুচিত্রা ভট্টাচার্য
জন্ম : 10th January
মৃত্যু : 12th May 2015
Followers : 368

বায়োগ্রাফি : বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক সুচিত্রা ভট্টাচার্য। জন্মসূত্রে ভারতীয় নাগরিক। জন্ম ১৯৫০ সালের ১০ জানুয়ারি। বাংলাদেশের পাঠকের কাছেও ছিলেন সুপরিচিত। তাঁর বিপুল জনপ্রিয়তার শুরু নব্বইয়ের দশকে। ‘কাচের দেয়াল’, ‘কাছের মানুষ’, ‘দহন’, ‘হেমন্তের পাখি’, ‘নীল ঘূর্ণি’, ‘অলীক সুখ’-এর মতো উপন্যাস ও বেশ কিছু ছোট গল্প তাঁকে বহুলপঠিত লেখকের আসনে বসায়। ২০০৪ সালে সরকারি চাকরি ছেড়ে পুরোপুরি লেখাতেই মনোনিবেশ করেন সুচিত্রা। বৈঠকী মেজাজ আর হাসিমুখের মানুষটি রাজনৈতিক-সামাজিক ঘটনাতেও বারবার সরব হয়েছিলেন। শহুরে মধ্যবিত্ত জীবন ও তার টানাপড়েন ছিল তাঁর লেখার প্রিয় বিষয়। বারবার উঠে আসত মেয়েদের জীবনের কথা। তাঁর লেখা থেকে ‘দহন’, ‘ইচ্ছে’, ‘রামধনু’, ‘অলীক সুখ’-এর মতো আলোচিত কিছু চলচ্চিত্র তৈরি হয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করেছিলেন ‘দহন’ ও ‘অলীক সুখ’-এ। ২০১৫ সালের ১২ মে প্রয়াত হন সুচিত্রা।