তিলোত্তমা মজুমদার
তিলোত্তমা মজুমদার
জন্ম : 11th January
Followers : 40

বায়োগ্রাফি : তিলোত্তমা মজুমদার উত্তর পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন ১১ জানুয়ারী, ‌১৯৬৬। তিনি ১৯৯৩ সাল থেকে লেখালেখি শুরু করেন। প্রথম উপন্যাস ‌'ঋ' একটি ম্যাগাজিনে প্রকাশ হয়। গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা- সবই লিখেছেন, খ্যাতি পেয়েছেন। তিনি আনন্দ পুরস্কার, শরৎ স্মৃতি পুরস্কারসহ অনেক সম্মাননায় ভূষিত।