0
বায়োগ্রাফি : জন্ম জামালপুরের বকশীগঞ্জে, ১৯৮৬ সালে। কলেজ জীবনে থেকে গ্রুপ থিয়েটার শুরু করেন। অমিমাংসীত সমাপ্তি (২০১২ ) উপন্যাসের মধ্য দিয়ে সাহিত্যে আত্মপ্রকাশ। তিনি ২০১৬ সালে আমরা কুঁড়ি (জাতীয় শিশু-কিশোর সংগঠন) সাহিত্য পুরস্কার লাভ করেন। নিশো আল মামুনের প্রকাশিত গ্রন্থের মাঝে রয়েছে অমিমাংসীত সমাপ্তি, ভোরের ঝরা ফুল, জোৎস্নার বিয়ে, নিখিলের নায়ক, বসন্ত দুপুরের নীল আকাশ, নীল আকাশের নীচে, নীল স্বপ্ন, গৃহত্যাগী জোছনা প্রভৃতি।