সিদ্ধার্থ হক
সিদ্ধার্থ হক
জন্ম : 3rd March
Followers : 156

বায়োগ্রাফি : কবি সিদ্ধার্থ হকের জন্ম বরিশালে। পিতার চাকরিসূত্রে শৈশব থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন। পৃথিবীর বহু দেশ তিনি ঘুরেছেন, একাদিক দেশে বসবাস করেছেন, যার প্রভাব তার কবিতায় দেখা যায়। প্রকাশিত বইয়ের মধ্যে আছে এ নগর কেঁপে ওঠে ভোরে [কবিতা, ১৯৯৩], বাতাস মুদ্রণ, সম্ভবত [কবিতা, ১৯৯৫], বিবিধ মুখোশ [কবিতা, ১৯৯৬], ঘুমহীন ক্যানভাস [কবিতা, ১৯৯৯], জলে ডোবা মাঠে, সারারাত [কবিতা, ২০১৩], শূন্যের ভিতরে [কবিতা, ২০১৬], ভাসমান [উপন্যাস, ২০০২]।