0
বায়োগ্রাফি : ওমর উদ্দীন আহমেদ ১৯২২ সনে আসামের গৌহাটি জেলার লেংটিসিঙ্গায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবাবে জন্মগ্রহণ করেন। উনি গৌহাটিতে লেখাপড়া করেন এবং ছাত্র অবস্থায় ভারত বিভাগের সময় তদানীন্তন পূর্ব পাকিস্তানে চলে আসেন। ১৯৫০ সালে তিনি তৎকালীন 'জিন্নাহ হাই স্কুল' বর্তমানে 'সূতি ভি এম পাইলট উচ্চ বিদ্যালয়'-এ শিক্ষকতা শুরু করেন। ১৯৯০ সালে তিনি শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন। সুদীর্ঘ ৪০ বছর শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন প্রকার সামাজিক ও ধর্মীয় কাজে অংশগ্রহণ করেন। তিনি নন্দনপুর জামে মসজিদে প্রায় ৪০ বছর সাধারন সম্পাদক হিসাবে কাজ করেছেন। তিনি সূতি বায়তুন নূর জামে মসজিদের প্রতিষ্ঠাতা এবং আজীবন প্রধান উপদেষ্টা। সূতি বায়তুন নূর জামে মসজিদে অবস্থিত মাদ্রাসাটি তিনি একক প্রচেষ্টায় পরিচালনা করতেন।