0
বায়োগ্রাফি : মাগুরা জেলার মহম্মদপুর থানার ওমেদপুর গ্রামে তার জন্ম, ১৯৭৮ সালে। লিখছেন ছোটগল্প ও উপন্যাস। এ ছাড়া ছোটদের জন্যও লিখেছেন। প্রকাশিত গ্রন্থ- অপরাজিতা (গল্পগ্রন্থ), জীবনের পেয়ালায় ছোট্ট চুমুক (গল্পগ্রন্থ), নদীও নারীর মত কথা কয় (গল্পগ্রন্থ), মহাকালের প্রান্তরে (গল্পগ্রন্থ), লিলুয়া জীবনের নারীগণ (গল্পগ্রন্থ), বিবিক্তা (উপন্যাস)। পুরস্কার: ছোটগল্প সম্মাননা (বর্ণকথা সাহিত্য পরিষদ), প্রজন্ম পুরস্কার ২০১২ (শেরপুর সাহিত্য চক্র), স্মারক সাহিত্য সম্মাননা (অপরাজিত- সাহিত্য ভাবনার ছোট কাগজ), ছোটগল্প সম্মাননা (দৈনিক সংবাদ কণিকা) ও দৃষ্টি সম্মাননা।