0
বায়োগ্রাফি : নাসরীন জাহান জনপ্রিয় কথাসাহিত্যিক। আশির দশকের শুরু থেকে তিনি লেখালেখি করছেন। ‘উড়ুক্কু’ উপন্যাসের মাধ্যমে তিনি খ্যাতি পান। এরপর লিখেছেন অগণিত পাঠকপ্রিয় গ্রন্থ। প্রথম উপন্যাসের জন্য পান ফিলিপ্স সাহিত্য পুরস্কার। এ ছাড়া বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন নাসরীন জাহান।