0
বায়োগ্রাফি : শানারেই দেবী শানু অভিনেত্রী হিসেবে পরিচিতি ও খ্যাতি পেয়েছেন। তার আরেকটি উপাধি ‘লাক্সতারকা’। এখন নিয়মিত লিখছেন কবিতা ও উপন্যাস। জন্ম সিলেটে। বাবা কবি এ. কে. শেরামের দেওয়া নাম, খুব পছন্দের। শানারেই, মণিপুরী শব্দ-মানে গাঁদা ফুল। শৈশবেই মণিপুরী নৃত্যে হাতেখড়ি, মা চন্দ্রা দেবীর হাত ধরে। স্বপ্নের ডানা মেলে বেড়ে ওঠা সিলেটের সবুজ-শ্যামল প্রকৃতির সাথে। পড়াশুনা সিলেট এম. সি. কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘নীল ফড়িং কাব্য’ প্রকাশ পায় ২০১৭ বইমেলায়। লেখালেখির প্রথম স্বীকৃতি হিসেবে ‘সিটি আনন্দ আলো পুরস্কার ২০১৭’ পান। এরপর আরও কয়েকটি কাব্যগ্রন্থ বের হয়েছে। ২০১৯ সালে প্রথম উপন্যাস ‘একলা আকাশ’-এর প্রকাশ। আর প্রথম শিশুতোষ বই ‘শানারেই ও তার জাদুর লেইত্রেং’-এর জন্য ‘মীনা মিডিয়া এওয়ার্ড ২০১৯’ অর্জন করেন। প্রকাশিত গ্রন্থের তালিকায় আরও আছে লাল এপিটাফ, ত্রিভুজ, অসময়ের চিরকুট, একলা আকাশ।