0
বায়োগ্রাফি : শাম্মী তুলতুল ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন। পশ্চিম বাংলায়ও ধীরে ধীরে পরিচিত হচ্ছেন তিনি। চট্টগ্রাম শহরের একটি সাহিত্য- সাংস্কৃতিক ও মুক্তিযোদ্ধা পরিবারে তার জন্ম। গ্রামের বাড়ি বিখ্যাত হালদা নদী ঘেঁষা রাউজানে। তাইতো তার লেখা জুড়ে আছে নানান রকম স্রোতস্বিনী গল্প। দীর্ঘ ১৩ বছর ধরে লিখে যাচ্ছেন প্রথম আলো, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, সমকাল, এনটিভি অনলাইন, আজাদী, পূর্বকোণসহ জনপ্রিয় সব অনলাইন ও ম্যাগাজিনে। পশ্চিমবঙ্গের পত্রিকাগুলোতেও লিখছেন সমানতালে। বেতার ও টিভিতেও আবৃত্তি করেন মাঝেমধ্যে। লেখালেখিতে অবদানের জন্য বেগম রোকেয়া- সুফিয়া কামাল পুরস্কার, কবি নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার এবং আলোকিত নারী হিসেবে নারী দিবসে রোটারি অ্যাওয়ার্ড পান পরপর দুইবার। বইয়ের সংখ্যা এই পর্যন্ত ১৪ টি। উল্লেখযোগ্য হলো- মনজুয়াড়ি, চোরাবালির বাসিন্দা, পদ্মবু, ঐতিহাসিক উপন্যাস একজন কুদ্দুস ও কবি নজরুল, সাইন্স ফিকশন ভূত যখন বিজ্ঞানী, দৈত্য হবে রাজা, নান্টু ঝান্টুর বক্স রহস্য ইত্যাদি।