মুহাম্মাদ আলতামিশ নাবিল
মুহাম্মাদ আলতামিশ নাবিল
Followers : 37

বায়োগ্রাফি : জন্ম ৩১ শে অক্টোবর। ফরিদপুরে জন্ম নিলেও বাল্যকাল কেটেছে মাদারীপুর ও পটুয়াখালীতে। পৈত্রিক বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তারপর ঢাকা আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রোকৌশল (ইইই) তে স্মাতক ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে স্নাতকোত্তরের (ইএমবিএ) পাট চুকিয়েছেন। বর্তমানে কর্মরত আছেন ডিজিটাল সার্ভিস বিশেষজ্ঞ হিসেবে একটি বহুজাতিক কোম্পানিতে। পেশায় ইঞ্জিনিয়ার হলেও লেখালেখি তার নেশা। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই টুকটাক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানাতেন, লেখালেখিও করতেন। এ পর্যন্ত বানিয়েছেন গোটা পাঁচেক স্বল্পদৈর্ঘ্য। কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠাকালীন সম্পাদক হিসেবে দ্বায়িত্বও পালন করেছেন। বর্তমানে নিয়মিত লিখছেন ভোরের কাগজ সহ আরো কিছু জাতীয় দৈনিক ও অনলাইনে। সঙ্গে “ফুডিশিয়াস ঢাকা” নামে তিনি একটি প্রামাণ্যচিত্র নির্মানের উদ্যোগ নিয়েছেন যেটি দিয়ে বাংলাদেশের কিছু ভালো দিককে বিশ্ব দরবারে তুলে ধরার খুব ইচ্ছে তার। ইচ্ছে আছে মনের খোরাক হিসেবে লেখালেখি ও প্রামাণ্যচিত্র বানিয়েই বাকী জীবন কাটিয়ে দেয়ার। সংসারের একমাত্র সন্তান হিসেবে বাবা, মা ও স্ত্রীকে নিয়ে তার জীবন। প্রিয় বিষয় ক্রিকেট, চলচ্চিত্র, ভোজনবিলাশ, প্রত্নতত্ত্ব, ধর্ম ও দর্শন, ভ্রমন, ইতিহাস, ব্যবসায়ে শিক্ষা, ফটোগ্রাফি, টেকনোলোজি ও নানা কিছু। লেখকের প্রকাশিত প্রথম বই “মহারাজা তোমারে সেলাম”।