কিসিঞ্জার ভূঁইয়া
কিসিঞ্জার ভূঁইয়া
জন্ম : 2nd December
Followers : 143

বায়োগ্রাফি : কিসিঞ্জার ভূঁইয়া’র জন্ম ২ ডিসেম্বর, ১৯৮৬। ছোটবেলা থেকেই লেখালেখির চেষ্টা। শৈশব কেটেছে পৈত্রিক নিবাস নেত্রকোনায়। শিক্ষা জীবনে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর। সাহিত্য চর্চায় গভীর মনোযোগী হওয়ায় তিনি নিয়মিত লিখে যাচ্ছেন কবিতা, গল্প, উপন্যাস। তাঁর লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। লেখকের উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থগুলো হলো - ‘হাইওয়ে রোডের মধ্যরাত’; ‘যৌবনের রং’; ‘সীমান্তিনী’; ‘বাঙালি বধূ’ প্রভৃতি।