দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
জন্ম : 15th April
মৃত্যু : 30th March 1956
Followers : 7

বায়োগ্রাফি : ঠাকুরমার ঝুলি পড়ে নাই কিংবা এর নাম শুনে নাই এমন লোক পাওয়া যাবে না। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ছিলেন এর লেখক। তিনি তৎকালীন ঢাকা জেলার সাভার উপজেলায় উলাইল এলাকার কর্ণপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। দক্ষিণারঞ্জনের বাবা রমদারঞ্জন ১৯০২ সালে মারা যান। পিতার মৃত্যুর পর তিনি পিসিমা রাজলক্ষ্মীর কাছে টাঙ্গাইল বসবাস শুরু করেছিলেন। তিনি একজন রচয়িতা এবং সাংগ্রহক। তাঁর সংগৃহীত জনপ্রিয় রূপকথার সংকলনটি চারটি খণ্ডে প্রকাশিত- ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, ঠানদিদির থলে এবং দাদামাশয়ের থলে। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে সবুজ লেখা, আশীর্বাদ ও আশীর্বাণী, কর্মের মূর্তি, বাংলার ব্রতকথা প্রভৃতি।