0
বায়োগ্রাফি : বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বি.এ ডিগ্রি অর্জন করেন। দেশবিভাগের পর পূর্ব পাকিস্তানে ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ প্রতিষ্ঠা করেন। তাঁর প্রচেষ্টায় আওয়ামী লীগ ১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ করে। ১৯৭১ সালের ৭ মার্চ তাঁর ঐতিহাসিক ভাষণে সারাদেশ যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। ১৯৭১ সালের ২৬ মার্চ তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এরপরই তাঁকে ৯ মাসের জন্য পাকিস্তানের কারাগারে রুদ্ধ করা হয়। ১০ জানুয়ারি তিনি কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। মতাদর্শগতভাবে তিনি বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদের বিশ্বাসী ছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ- কারাগারে রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী।