0
বায়োগ্রাফি : সাহিত্যচর্চার সাথে জড়িত আছেন ২০১০ সাল থেকে। বেশ কয়েক বছর ‘একুয়া রেজিয়া' নামের আড়ালে থেকেই প্রকাশ করেছেন নিজের গল্প, উপন্যাস। পেয়েছেন পাঠক-প্রিয়তা। ব্যবসায় শিক্ষা এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ালেখা করলেও বার বারই ফিরে এসেছেন সাহিত্যের কাছে। লিখেছেন গল্প, উপন্যাস, ফিচার ও ভ্রমণ। বর্তমানে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানসাসে। ‘সাদা পালকের নির্জনতা' তার রচিত সমকালীন উপন্যাস। ছাড়াও তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা সাতটি।