0
বায়োগ্রাফি : যতীন্দ্রমোহন বাগচী ১৮৭৮ সালে নদীয়ার জমশেরপুরে জন্মগ্রহণ করেন। তিনি রবীন্দ্রোত্তর যুগের শক্তিমান কবিদের অন্যতম। পল্লী প্রকৃতির সৌন্দর্য ও পল্লীজীবনের সুখ-দুঃখের কথা তিনি দক্ষতার সঙ্গে প্রকাশ করেন। আধুনিক কবিদের সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গির মিল না থাকলেও তাঁর প্রকাশভঙ্গির ক্ষেত্রে যে সজীবতা ও নতুনত্ব তিনি সৃষ্টি করেছিলেন সেখানে তিনি আধুনিক কবিদের সমগোত্রীয়। তিনি অল্প বয়সেই কাব্যচর্চা শুরু করেন। ভারতী, সাহিত্য প্রভৃতি পত্রিকায় নিয়মিত তাঁর কবিতা প্রকাশিত হতো। রবীন্দ্র সমকালীণ কবিদের মতো তাঁর কবিতার বিষয়বস্তুও পল্লীজীবন থেকে সংগৃহীত। পল্লীপ্রকৃতির সৌন্দর্য, নাগরিক জীবনের তুলনায় তার সহজ সরল স্বাভাবিকতা, রোমান্টিক আদর্শবাদ, মানুষের দুঃখ-দৈন্যের জন্য, বিশেষ করে পীড়িতা নারীর জন্য ব্যথা তাঁর কবিতার মূল বিষয়। তাঁর কাজলা দিদি এবং অপরাজিতা কবিতা আজও তুমুল জনপ্রিয় বাঙালির পাঠক সমাজে। তিনি ১৯৪৮ সালে মৃত্যুবরণ করেন।