অক্ষয়কুমার দত্ত
অক্ষয়কুমার দত্ত
জন্ম : 15th July
মৃত্যু : 18th May 1886
Followers : 23

বায়োগ্রাফি : অক্ষয়কুমার দত্ত অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহণ করেন। তাঁর প্রাথমিক শিক্ষা কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে। বাবার মৃত্যুর পর তাঁকে স্কুল ছেড়ে কর্মজীবনে প্রবেশ করতে হয়। ফার্সি, সংস্কৃত ও বাংলাসহ আরো অনেক ভাষায় ছিল তাঁর দক্ষতা। সংবাদপত্রে লেখা প্রকাশ করে তিনি লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণা ছিল তাঁর লেখালেখির জগতে আরো এগিয়ে যাওয়ার উৎস। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- ‘প্রাচীন হিন্দুদিগের সমুদ্র যাত্রা ও বাণিজ্য বিস্তার’, ‘বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার’, ‘চারুপাঠ’, ‘ধর্মনীতি’, ‘পদার্থবিদ্যা’, ‘ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়’ প্রভৃতি।