ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
জন্ম : 22nd July
মৃত্যু : 3rd November 1919
Followers : 11

বায়োগ্রাফি : বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার অন্তর্গত শ্যামনগরের কাছে রাহুতা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বিশ্বম্ভর মুখোপাধ্যায়। ত্রৈলোক্যনাথ চুঁচুড়ার ডাফ সাহেবের স্কুলে এবং ভদ্রেশ্বরের কাছে তেলিনীপাড়া বিদ্যালয়ে পড়াশুনা করেন। সংসারের অসচ্ছল অবস্থার জন্য ১৮৬৫ সালে বাড়ি থেকে রোজগারের জন্য চলে যান এবং নানা দেশ ভ্রমণ করেন। ব্যঙ্গকৌতুক রসের স্রষ্টা হিসেবে বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি বিশেষভাবে পরিচিত। ত্রৈলোক্যনাথের কর্মজীবনের সূচনা ঘটে স্কুল শিক্ষকতার মাধ্যমে। পরবর্তীকালে তিনি বিভিন্ন ধরনের পেশায় নিযুক্ত হন। তার রচিত ডমরু চরিত এবং কঙ্কাবতী খুবই বিখ্যাত। মাতৃভাষা বাংলা ছাড়াও তিনি ফারসি, ওড়িয়া ইত্যাদি কয়েকটি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। ইংরেজি ভাষাতেও তিনি কয়েকটি প্রবন্ধ গ্রন্থ রচনা করেছিলেন। তার রচিত বইগুলির মধ্যে কঙ্কাবতী, ভূত ও মানুষ, ফোকলা দিগম্বর, ডমরু চরিত, বাঙ্গাল নিধিরাম, বীরবালা, লুল্লু, নয়নচাঁদের ব্যবসা ইত্যাদি উল্লেখযোগ্য।