প্রমথ চৌধুরী
প্রমথ চৌধুরী
জন্ম : 7th August
মৃত্যু : 2nd September 1946
Followers : 39

বায়োগ্রাফি : প্রমথ চৌধুরী বাংলা ভাষার অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। ১৮৬৮ সালে পাবনা জেলার হরিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা গদ্যে সাহিত্যে চলিতরীতির প্রবর্তন করেন। ১৮৯০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রী লাভ করে তিনি ব্যারিস্টারি পাশ করেন। তবে তিনি ব্যারিস্টারি পেশায় যোগদান না করে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। মাসিক সবুজপত্র প্রকাশনা ও বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তন তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি। ‘বীরবল’ ছদ্মনামে মাসিক সবুজপত্রে ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ রচনা করতেন। মননশীল প্রবন্ধ ছাড়াও তিনি উচ্চমানের গল্প ও কবিতাও রচনা করেছেন। ফরাসি সনেটরীতি ট্রিয়লেট, তের্জারিমা ইত্যাদি বিদেশি কাব্যবন্ধ বাংলা কাব্যে তিনিই প্রবর্তন করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: তেল-নুন-লাকড়ি, সনেট পঞ্চাশৎ, চার-ইয়ারি কথা, বীরবলের হালখাতা, The Story of Bengali Literature, ইত্যাদি। ১৯৪৬ সালে মৃত্যুবরণ করেন তিনি।