আরিফ মঈনুদ্দিন
আরিফ মঈনুদ্দিন
জন্ম : 1st January
Followers : 342

বায়োগ্রাফি : আরিফ মঈনুদ্দীনের জন্ম ফেনীর দাগনভূঁঞা উপজেলায়। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গল্প, উপন্যাস ও কবিতা সব মিলিয়ে তাঁর গ্রন্থসংখ্যা বিশ। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে- ‘এখানে জিন্দাবাদ ভাড়া পাওয়া যায়’, ‘হাত বাড়িয়ে দাও’, ‘ভালোবাসার দিনে প্রেমের পঙক্তিমালা’, ‘নিভৃত নিলয়ে’, ‘নোঙরে নিয়তির হাত’, ‘দহনলাগা তৃষ্ণা’, ‘অপ্সরা’, ‘মেঘ এসে ছুঁয়ে ছুঁয়ে যায়’, ‘জনকের জন্য কবিতা’ প্রভৃতি। তিনি কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পুরস্কার, কবি জসীম উদ্দীন সাহিত্য পুরস্কার, রোটারীক্লাব ইন্টারন্যাশনালের সম্মাননা এবং বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন বেস্টবুক অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হয়েছেন।