হেলাল হাফিজ
হেলাল হাফিজ
জন্ম : 7th October
Followers : 638

বায়োগ্রাফি : হেলাল হাফিজ বাংলাদেশের একজন জনপ্রিয়তম আধুনিক কবি। তিনি ১৯৪৮ নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালে নেত্রকোনা দত্ত হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৬৭ সালে নেত্রকোনা কলেজ থেকে তিনি এইচএসসি পাস করেন। ওই বছরই কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ছাত্রাবস্থায় ১৯৭২ সালে তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক পূর্বদেশে যোগদান করার মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের শুরু হয়। ১৯৮৬ সালে প্রকাশিত তার কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয়। বইটির কবিতাগুলো প্রেম আর দ্রোহের খনি। প্রকাশের পর বইটি কবিতাপ্রেমিদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করে। ভাষার এমন সুন্দর ব্যবহার, শব্দের এমন চমৎকার চয়ন, বিমোহিত করে তাবৎ কাব্যপ্রেমীকে। অসংখ্য পুরস্কারের মাঝে ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তাঁর অন্যতম জনপ্রিয় কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’, ‘দুঃসময়ে আমার যৌবন’ ইত্যাদি।