আল মাহমুদ
আল মাহমুদ
জন্ম : 11th July
মৃত্যু : 15th February 2019
Followers : 540

বায়োগ্রাফি : ১৮ বছর বয়সে আল মাহমুদের লেখা প্রকাশ পেতে শুরু করে। কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও ছোটগল্প মিলিয়ে তাঁর গ্রন্থ শতাধিক। উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘লোক লোকান্তর’, ‘কালের কলস’, ‘সোনালী কাবিন’, ‘মায়াবী পর্দা দুলে ওঠো’ প্রভৃতি। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকসহ বেশ কিছু সাহিত্য পুরস্কারে ভূষিত। কালজয়ী কবি ও কথাশিল্পী আল মাহমুদের জন্ম ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে। ২০১৯ সালে তিনি প্রয়াত হন।

আলিফ লায়লা
ফ্রি বই
ভেজা কাফন
ফ্রি বই
গন্ধের উৎস
ফ্রি বই
গন্ধবণিক
ফ্রি বই
খনন
ফ্রি বই
মাংসের তোরণ
ফ্রি বই
নীল নাকফুল
ফ্রি বই
পাতার শিহরণ
ফ্রি বই
পুত্র
৳১৫