কৃত্তিবাস ওঝা
কৃত্তিবাস ওঝা
Followers : 11

বায়োগ্রাফি : আনুমানিক ১৩৮১ সালে জন্মগ্রহণ করেন কৃত্তিবাস ওঝা। তিনি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন প্রধান কবি। বাঙালির আবেগ, অনুভূতি ও রুচির দিক লক্ষ্য রেখে সরল পদ্যে মূল সংস্কৃত রামায়ণের ভাবানুবাদ করেছেন তিনি। তাঁর পরে আরও অনেকেই বাংলায় রামায়ণ রচনা করেছেন, কিন্তু তার সমকক্ষ হয়ে ওঠেনি। মাত্র বারো বছর বয়সে কৃত্তিবাস জ্ঞানার্জনের উদ্দেশ্যে উত্তরবঙ্গ ভ্রমণ করেন। সেখানে গৌড়েশ্বর রাজা গণেশ (১৪১৫-১৮), মতান্তরে সুলতান জালালউদ্দীন মাহমুদ শাহ (১৪১৮-৩১) তার রচিত শ্লোক শুনে মুগ্ধ হন এবং কবিকে বিভিন্ন উপঢৌকনে সম্মানিত করে রামায়ণ রচনা করতে অনুরোধ করেন। তখন বাল্মীকির সংস্কৃত রামায়ণ অনুসরণে কৃত্তিবাস পয়ার ছন্দে বাংলা রামায়ণ রচনা করেন। ‘১৮০২-০৩’ সালে খ্রিষ্টান মিশনের প্রাচ্য ভাষাবিদ উইলিয়াম কেরি সর্বপ্রথম কয়েক খণ্ড কৃত্তিবাসী রামায়ণ মিশনের প্রেস থেকে মুদ্রণ করেন। কৃত্তিবাসী রামায়ণ ছাড়া তার ‘শ্রীরাম পাঁচালি’ পাঠকপ্রিয়তা লাভ করে।

অকালবোধন
ফ্রি বই