0
বায়োগ্রাফি : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম পশ্চিমবঙ্গে। তাঁর পৈত্রিক নিবাস উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ’র বারাকপুর গ্রামে। ছেলেবেলাতেই তাঁর বাবাকে হারান। ১৯১৪ সালে প্রথম বিভাগে এনট্রান্স, ১৯১৬ সালে কলকাতার রিপন কলেজ (বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ) থেকে প্রথম বিভাগে আই.এ, ১৯১৮ সালে ডিস্টিংশনসহ বি.এ পাশ করেন। ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’, ‘আরণ্যক’, আদর্শ হিন্দু হোটেল’, ‘ইছামতী’, ‘চাঁদের পাহাড়’ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। ‘পথের পাঁচালী’ উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। সত্যজিতের ‘অপরাজিত’ এবং ‘অশনি সংকেত’ চলচ্চিত্র দুটিও বিভূতির উপন্যাস অবলম্বনে। ১৯৫১ সালে ‘ইছামতী’ উপন্যাসের জন্য তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ‘রবীন্দ্র পুরস্কার’ লাভ করেন।